স্পোর্টস ডেস্ক:
ক্রিকেট কেবল বিনোদনের একটি অংশ হলেও অনেকে এই খেলাকে মারাত্মকভাবে নেন। ২২ গজে কেউ খারাপ করলে তার সমালোচনাও শুরু হয়ে যায়। মাঠ ও মাঠের বাইরে থেকে ভেসে আসে বিভিন্ন কথা। সেসব কথায় কান দিয়ে তারকা ক্রিকেটার তামিম ইকবাল অনেক ভুলও করেছেন।
শুক্রবার (১ মার্চ) বিপিএলের দশম আসরের ফাইনালে মাঠে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। ম্যাচটিতে ৬ উইকেটের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে তামিমদের বরিশাল। এই ম্যাচের পরে সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। বলেন নিজের বিষয় নিয়েও।
তামিম বলেন, ‘আমার আন্তর্জাতিক ক্যারিয়ার অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। যখন আমাকে নিয়ে অনেক কথা হয়েছে, আমি দলে থাকি বা না থাকি, আমি মানুষকে ভুল প্রমাণ করতে চেয়েছি। আর আমি সেটা করতে গিয়ে দেখেছি যে, আমি নিজের ওপরেই চাপ তৈরি করেছি।’
তামিম ইকবাল আরও বলেন, ‘আমি ৫০ করে, ১০০ করে উনাদের দেখিয়ে দেব- এটা যখনই করতাম তখনই আমি নিজের ওপরে চাপ তৈরি করতাম। এটা আমি বুঝতাম না। পরবর্তী ম্যাচে আমি যখন খেলতাম তখন চাপে পূর্ণ থাকতাম। আবার এমনও হয়েছে একই ধরণের কথা হয়েছে, আমি ওই জিনিসটাকে মারাত্মকভাবে নেইনি, পাত্তা দেইনি, আমি আমার খেলার ওপরে নজর রেখেছি।’
বিপিএলেও এভাবেই এগিয়ে গেছেন বলে জানিয়েছেন তিনি। বাঁহাতি এই ওপেনার বলেন, ‘এটিই আমি আমার ক্যারিয়ারের ১৭ বছর ধরে শিখেছি। এই জিনিসটিই এবারো করেছি। আমি জানি, যদি আমি রান না পেতাম, তাহলে অনেক কথা হতো, অনেক কিছু হতো। কিন্তু সবকিছু ভালো হয়েছে। পরিবেশটা দারুণ ছিল আমার নিজের প্রতি মনোযোগ দেওয়ার জন্য।’