হোম জাতীয় মানিকগঞ্জ পাসপোর্ট অফিসে দালালদের কথায় ‘সব’ হয়

জাতীয় ডেস্ক :

দালাল ছাড়া মানিকগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসে হয় না কোনো কাজ। ঘণ্টার পর ঘণ্টার লাইনে দাঁড়িয়েও মেলে না সেবা। এতে সময়মত বিদেশ গমন করতে পারছে না সেবাগ্রহীতারা।

সরেজমিনে ঘিওর উপজেলার শ্রীবাড়ির সেলিমের সঙ্গে কথা বলে জানা যায়, আর্থিক সচ্ছলতার আশায় সিঙ্গাপুরে যেতে চান তিনি। কিন্তু দালালের খপ্পরে পড়ে কাঙ্ক্ষিত তারিখেও মেলেনি পাসপোর্ট। অথচ সেলিমকে দিতে হয়েছিল অতিরিক্ত টাকাও।

তার মতো অনেকে দিনের পর দিন আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে শুধু লাইনে দাঁড়িয়েই থেকেছেন। হাতে পাননি পাসপোর্ট। নির্ধারিত দালালের মাধ্যমে আবেদন না করলেই এমন বিপাকে পড়তে হয় বলে অভিযোগ জানান সেবাগ্রহীতারা।

এদিকে, সময় টেলিভিশনের ক্যামেরা দেখে সটকে পড়ার চেষ্টা করে দালাল চক্র। রিপোর্টটি করতে বাধা পেতে হয় আনসার সদস্যের কাছ থেকেও।

এ বিষয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের জানানো হলে, দালালের দৌরাত্ম্য কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তারা।

মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নাহিদ নেওয়াজ বলেন, দালাল নির্মূলে মোবাইল কোর্ট পরিচালনাসহ কর্মচারী ও আনসার সদস্যরা জড়িত হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিদিন এ পাসপোর্ট অফিসে আবেদন জমা পড়ে ৩০০ থেকে ৪০০টি। আর ডেলিভারি দেয়া হয় ২০০ থেকে ৩০০টি পাসপোর্ট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন