হোম জাতীয় মানব পাচার রোধে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্র সচিবের

মানব পাচার রোধে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্র সচিবের

কর্তৃক Editor
০ মন্তব্য 108 ভিউজ

জাতীয় ডেস্ক:

মানব পাচার রোধে টেকসই সমাধান ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বালি প্রসেস’-এর কো-চেয়ার রাষ্ট্রদূত লিন বেল (অস্ট্রেলিয়া) এবং রাষ্ট্রদূত ত্রি থারিয়াতের (ইন্দোনেশিয়া) নেতৃত্বে প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিনের সঙ্গেও সাক্ষাৎ করে প্রতিনিধিদলটি।

মানব পাচারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিশ্রুতি এবং ‘জিরো টলারেন্স’ নীতি তুলে ধরে মাসুদ বিন মোমেন মানব পাচারের জটিল ও অন্তর্নিহিত কারণ এবং সেগুলো মোকাবিলার অসুবিধা ও বাধার ওপর গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র সচিব রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সক্রিয়ভাবে কাজ করার জন্য বালি প্রক্রিয়ার সদস্যদেশগুলোর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এই দীর্ঘায়িত সংকট বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত এবং নিরাপত্তা হুমকি তৈরি করছে। এটি সামগ্রিকভাবে এ অঞ্চলের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মানব পাচার মোকাবিলাকে জটিল ও চ্যালেঞ্জিং কাজ হিসেবে উল্লেখ করে বালি প্রসেস কো-চেয়াররা এ সমস্যা মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেন।

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মধ্যে অসহায়ত্ব ও হতাশার কারণে সাম্প্রতিক বছরগুলোয় তাদের অনিয়মিত স্থানান্তর বৃদ্ধিতে কো-চেয়াররা উদ্বেগ প্রকাশ করেন।

এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দক্ষতা ও সক্ষমতার উন্নয়ন এবং ‘বালি প্রসেস’-এর সদস্যরাষ্ট্রগুলোর পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের মাধ্যমে মানব পাচার নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি জোরদারের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন