নিজস্ব প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ৭৭ টি গাছের চারা রোপণ করেছেন শেখ এজাজ আহমেদ স্বপন । বৃহস্পতিবার (২৮ সেপ্টম্বর) বাঁশবাড়িয়া, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ ড. ইমদাদুল হক মেমোরিয়ার ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ৭৭ টি গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ড. ইমদাদুল হক মেমোরিয়ার ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিকদার মো: জিননুরাইন,সহকারি অধ্যাপক মো: জাকির হোসেন,রোজিনা বেগম, লীলাবতী মন্ডল, মো :জালাল গাজি সহ মোট ৫৪ জন শিক্ষক ও কর্মচারি। এছাড়াও ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের অসংখ্য ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
গাছের চারা রোপনকালে ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিকদার মো: জিননুরাইন বলেন, ’’সাতক্ষীরার আম সব যায়গায় বিখ্যাত। সাতক্ষীরার আমের চারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিনে ড. ইমদাদুল হক মেমোরিয়ার ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ৭৭ টি গাছের চারা রোপণ করায় শেখ এজাজ আহমেদ স্বপনকে ধন্যবাদ জানিয়েছেন । সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী হাসিনার জন্য দোয়া করেছেন।
গাছের চারা রোপনকালে শেখ এজাজ আহমেদ স্বপন সকল শিক্ষক ও কর্মচারিদেরকে বলেন ,আপনারা নিজ হাতে নিজ প্রতিষ্ঠানে একটি গাছের চারা রোপণ করুণ, যাতে একদিন বলতে পারেন আমার হাতে আমার প্রতিষ্ঠানে গাছ লাগানো আছে।