নড়াইল অফিস:
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনার মধ্যদিয়ে নড়াইল জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হলো । প্রধানমন্ত্রী মঙ্গলবার (১১জুন) গনভবন থেকে ভিডিও কনফারেন্সএ দেশের অন্যান্য জেলার সঙ্গে নড়াইল জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলা ঘোষনা দেন।
এ উপলক্ষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান,উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলুসহ বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ঘোষনার পর তার পক্ষে বিভাগীয় কমিশনারসহ অন্যান্যরা তালিকাভূক্ত ভূমিহীন ও গৃহহীন লোহাগড়া উপজেলায় ৯৭টি ও সদর উপজেলায় মোট ১১৬টি পরিবারের হাতে জমির কাগজপত্র ও চাবি হস্তান্তর করনে। জেলার মোট তিন উপজেলার মধ্যে কালিয়া উপজেলাকে গত বছরের ৯আগষ্ট ভূমিও গৃহহীনমুক্ত উপজেলা ঘোষনা করা হয়। নড়াইল জেলায় মোট ভূমিহীন ও গৃহহীন হিসেবে চিহ্নিত ১১৬৬টি পরিরবার ঘর ও জমি হস্তান্তরের মধ্যদিয়ে এ জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলার স্বীকৃতি পেলো।