কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় শাহীন নামে এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মাথিয়া ইউনিয়নের পশ্চিম মাথিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার মাথিয়ায় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সঙ্গে পাশের কর্শাকড়িয়াইল গ্রামের প্রবাসী বাবুল মিয়ার অষ্টম শ্রেণির পড়ুয়া ছেলে শাহীনের (১৬), প্রেমের সম্পর্ক ছিল।
বুধবার রাতে সাক্ষাতের অজুহাতে শাহীন মেয়েটির বাড়িতে যায়। এ সময় তার মা বাড়িতে না থাকার সুবাদে শাহীন মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। সে সময় মেয়েটির চিৎকারে আশে- পাশের লোকজন এসে শাহীনকে আটক করে পুলিশে দেয়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
s
