হোম অন্যান্যসারাদেশ মাদক মামলায় দোষী সাব্যস্ত ২ আসামীকে গাছ লাগানোর শর্তে মুক্তি দিয়েছেন আদালত

মাদক মামলায় দোষী সাব্যস্ত ২ আসামীকে গাছ লাগানোর শর্তে মুক্তি দিয়েছেন আদালত

কর্তৃক Editor
০ মন্তব্য 137 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরায় মাদকের মামলায় গাছ লাগানোর শর্তে কারাবাসের বদলে মুক্তি দিযেছে ২ যুবককে। মাগুরার জ্যেষ্ঠ বিচারিক আদালতের হাকিম মোহাম্মদ বুলবুল ইসলাম, আজ বুধবার দুপুরে ব্যতিক্রমী এ রায় দিয়েছেন।
রায়প্রাপ্ত এ দু’যুবক হচ্ছেন মাগুরা সদরের ঘোড়ানাছ গ্রামের মাজেদ মোল্যার, ছেলে সোহাগ (২২) ও একই উপজেলার গোবিন্দপুর গ্রামের আজিজার মোল্যার, ছেলে টুটুল মোল্যা (২৭)।

রায়ের বিবরণে জানা গেছে, উল্লেখিত ২ যুবকের নামে ২০১৯ সালের মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় আসামীরা দোষী সাব্যস্ত হওয়ায় ৬ মাসের কারাদন্ড ভোগসহ ৫’শ টাকা জরিমানার শাস্তিযোগ্য হিসেবে দোষী সাবস্ত হন তারা। কিন্তু আসামীদের অপরাধের পূর্ব ইতিহাস, শূন্য হওয়ায় সংশোধন পূর্বক সমাজের মূলস্রোতে পুর্ণবাসন ও সু-নাগরিক হওয়ার সুযোগ প্রদানের লক্ষ্যে ১৯৬০ সালের প্রবেশন আইনের ০৫ ধারা মোতাবেক ০৫টি গাছ লাগানোর শর্তে তাদের কারাবাসের বদলে মুক্তি দিয়েছেন আদালত।

গাছ লাগানোর পাশাপাশি তারা একই ধরণের কিম্বা অন্য কোন অপরাধ সংগঠিত করবেন না, আদালত তলব করা মাত্র সেখানে উপস্থিত হবেন, মাদকদ্রব্য সেবন কিম্বা এ ধরণের অপরাধ কোন অপরাধ করবেন না, মন্দ লোকের সঙ্গ এড়িয়ে চলবেন, উচ্ছৃংখল জীবন যাপন না করার শর্ত পূরণ করবেন। এ দু’জনের জন্য সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রবেশন কর্মকর্তা নিযুক্ত করেছেন আদালত, শর্তভঙ্গ করলে আসামীরা ৬ মাসের কারাদন্ড ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড ভোগ করবেন। ১ বছরের মধ্যে এসব শর্ত পূরণ করার ক্ষেত্রে প্রবেশন কর্মকর্তা প্রতি তিন মাস অন্তর অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করবেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন