হোম খেলাধুলা মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরিফুল

কর্তৃক Editor
০ মন্তব্য 36 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর শুরুর আগের দিন নেতিবাচক নানা কারণে আলোচনায় থাকা চট্টগ্রাম রয়্যালস মাঠে নেমেই নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে। তবে সেই স্বস্তির মাঝেই দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সময় চোট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।

মাথায় আঘাত পাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিতে হয়। যদিও প্রাথমিক পরীক্ষার পর জানা গেছে, চোটটি গুরুতর নয়। বিপিএলে টানা দুই দিন খেলা শেষে আজ রবিবার (২৮ ডিসেম্বর) রাখা হয়েছে বিরতি। খেলা না থাকায় এদিন সিলেটে অনুশীলনে নামে চট্টগ্রাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে অনুশীলনের সময় বাঁ-হাতি এই পেসার হঠাৎ মাথায় আঘাত পান। পরে দ্রুতই তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে শরিফুলের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরে চিকিৎসকরা জানিয়েছেন, বড় কোনো জটিলতার আশঙ্কা নেই।

এ বিষয়ে চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন বলেন, ‘সবকিছু ঠিক আছে। স্ক্যান করা হয়েছে, সমস্যা নেই।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন