স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের পরে আর মাঠে ফেরা হয়নি মোহাম্মদ শামির। ভারতীয় এই পেসার অ্যাঙ্কেলের চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এই মুহূর্তে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে কাটছে তার সময়। এতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলা হয়নি। এবার ইংল্যান্ড সিরিজে মাঠে ফেরার বার্তা দিলেন ৩৩ বছর বয়সী ডানহাতি এই পেসার।
মাঠে ফেরার আগে অবশ্য সুখবর পেয়েছেন মোহাম্মদ শামি। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে জিতেছেন ভারত সরকারের অর্জুন অ্যাওয়ার্ড। সেই পুরস্কার হাতে তোলার আগে মাঠে ফেরার খবর জানিয়ে দিলেন তিনি।
মোহাম্মদ শামি বলেছেন, ‘পুনর্বাসন প্রক্রিয়াসহ সবকিছু ঠিকঠাক রয়েছে। আমার উন্নতিতে বিশেষজ্ঞ দল ও জাতীয় ক্রিকেট একাডেমি খুশি রয়েছে। ফলে মাঠে ফেরা কঠিন হবে না। এখনও হালকা সমস্যা রয়েছে। তবে সেটি নিয়ে ভাবছি না। অনুশীলন সেশন শুরু হচ্ছে। আশা করি, ইংল্যান্ড সিরিজেই ফিরতে পারবো। সেই লক্ষ্যই রয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই আমাকে মাঠে দেখতে পাবেন।’
বিশ্বকাপকে সামনে রেখে পেস আক্রমণ নিয়ে শামি বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, আমাদের দখলে বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণ রয়েছে। ওয়ানডে বিশ্বকাপের সময় আপনি সেটা দেখেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন জাসপ্রীত ও সিরাজ। আমি শুধু বলতে পারি যে, আমাদের পেস আক্রমণ বিশ্বের যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে যথেষ্ট।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২৫ জানুয়ারি থেকে। এই সিরিজের শেষ ম্যাচটি হবে ৭ মার্চ। এর আগে অবশ্য ঘরের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজ হবে ১১-১৭ জানুয়ারি পর্যন্ত।