হোম খেলাধুলা মাঠে এসে আইসিসি সেরার পুরস্কার বুঝে নিলেন বুমরাহ

মাঠে এসে আইসিসি সেরার পুরস্কার বুঝে নিলেন বুমরাহ

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পারছেন না ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুবাইয়ে হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে ভারত-পাকিস্তান। ম্যাচের আগে মাঠে দেখা যায় এই ভারতীয় পেসারকে। সতীর্থদের সঙ্গে খোশগল্পের পর আইসিসির সেরার পুরস্কারও গ্রহণ করেন তিনি।

ম্যাচ শুরু হওয়ার আধ ঘণ্টা আগে ক্যামেরায় দেখা যায় বুমরাহকে। সতীর্থদের সঙ্গে মাঠে দাঁড়িয়ে গল্প করেন। বিরাট কোহলি, রোহিত শর্মা এবং বাকি ক্রিকেটারদের এক এক করে জড়িয়ে ধরেন। কথা হয় কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও। শামিকে পেয়ে জড়িয়ে ধরেন বুমরাহ।

পুরুষ বিভাগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন বুমরাহ। পাশাপাশি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে বর্ষসেরা একাদশেও রয়েছেন তিনি। আইসিসি চেয়ারম্যান জয় শাহ দু’টি ট্রফি এবং দু’টি টুপি তুলে দেন বুমরাহের হাতে। জানা গিয়েছে, পুরস্কার তুলে দেওয়ার জন্যই তাকে ডাকা হয়েছে দুবাইয়ে।

অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরাহ। টেস্টের শেষ দিন বল করতে পারেনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও খেলতে পারেননি। পরে ছিটকে যান চ্যাম্পিয়নস ট্রফি থেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন