হোম জাতীয় মাটি খুঁড়তেই মিললো রৌপ্য মুদ্রা!

মাটি খুঁড়তেই মিললো রৌপ্য মুদ্রা!

কর্তৃক
০ মন্তব্য 622 ভিউজ

সংকল্প ডেস্ক: ব্রিটেনের রানী ভিক্টোরিয়া ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছবি সম্বলিত ৩২টি প্রাচীন রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার আকবর মৃধার বাড়ি নির্মাণের সময় মাটি খুঁড়লে এই মুদ্রা পাওয়া যায়। খবর পেয়ে মুদ্রাগুলো উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। পুলিশ সুপার হাসিবুল আলম মুদ্রা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার হাসিবুল আলম বলেন, ‘‘উদ্ধারকৃত রৌপ্য মুদ্রাগুলোর মধ্যে ৩টি তে এক পাশে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি’ এবং ২৯টির গায়ে ‘ওয়ান রুপি ইন্ডিয়া’ ইংরেজিতে লেখা আছে। মুদ্রার ওপর পিঠে রানী ভিক্টোরিয়ার ছবি রয়েছে। এছাড়া ১৩টি মুদ্রায় ‘ভিক্টোরিয়া কুইন’ ও ১৯টির গায়ে ‘ভিক্টোরিয়া এক্সপ্রেস’ ইংরেজিতে লেখা আছে।’’

পুলিশ জানায়, উদ্ধারকৃত প্রাচীন রৌপ্য মুদ্রাগুলো প্রত্নতাত্ত্বিক সম্পদ বিধায় এগুলো আদালতের নির্দেশনায় সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন