হোম অর্থ ও বাণিজ্য মাছের দাম কেজিতে ৫০ টাকা বেড়েছে

বাণিজ্য ডেস্ক :

রাজশাহীতে সব ধরনের মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। আড়তদাররা বলছেন, পরিবহনের পাশাপাশি খাবারের দাম বাড়ায় মাছের বাজার চড়া।

ভোর থেকেই জেলেরা পুকুর থেকে মাছ ধরে বিক্রির জন্য রাজশাহীর নওদাপাড়া আড়তে আনেন। এরপর হাঁকডাকে চলে বেচাকেনা। তবে আড়তে পর্যাপ্ত আমদানি থাকার পরও রুই, কাতল, মৃগেল, পাঙাশ, তেলাপিয়া, সিলভার কার্পসহ সব ধরনের মাছের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়ে গেছে।

এ বাজারে প্রতি কেজি রুই ২৫০ টাকা, কাতল ২৫০ টাকা, মৃগেল ২০০ টাকা, পাঙাশ ১৬০ টাকা, তেলাপিয়া ১৬০ থেকে ১৮০ টাকা, সিলভার কার্প ১৫০ টাকা এবং বাটা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

চাষিরা বলছেন, মাছের খাদ্যের পাশাপাশি পরিবহন খরচ বেড়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। তবে ভালো দাম পাওয়ায় খুশি পুকুরের মাছ চাষিরা।

তারা বলেন, বাজার যদি এমন স্থির থাকে, তাহলে অবশ্যই মুনাফা হবে।

তবে আড়তদারদের মতে, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাজারে মাছের দাম ঊর্ধ্বমুখী।

এ অবস্থায় আড়তে মাছ কিনতে এসে হিমশিম খাচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

উল্লেখ্য, প্রতিদিন ট্রাকে এখানকার তাজা মাছ রাজধানী ঢাকাসহ চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। ব্যবসায়ীরা জানান, নওদাপাড়া আড়তে প্রতিদিন গড়ে ৩৫ থেকে ৪০ লাখ টাকার মাছ বেচাকেনা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন