হোম অন্যান্যসারাদেশ মাগুরায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা

মাগুরা অফিস :

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে শিশুদের নিয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পৃষ্টপোষকতায় প্রতিযোগিতায় মাগুরার বিভিন্ন বিদ্যালয়ের তিন শতাধিক শিশু শিক্ষার্থী অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান অন্যরা।

পরে প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন