হোম অন্যান্যসারাদেশ মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

মাগুরা অফিস :

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এবার মাগুরায় ১ লক্ষ ১২ হাজার ৩৯১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ বুধবার দুপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, আগামী ৫ জুন থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। এবার মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর, শালিখা উপজেলা ও পৌরসভায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৩৭১ জন শিশুকে দেওয়া হবে নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ২০ শিশুকে দেওয়া হবে লাল ক্যাপসুল। জেলার ৯৩৯টি ইপিআই কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইন পরিচালনায় নিয়োজিত থাকবে প্রশিক্ষণপ্রাপ্ত ২১২ জন স্বাস্থ্যকর্মী এবং ১ হাজার ৮৭৮ জন স্বেচ্ছাসেবক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার আরিফুল ইসলাম রুবেল, ডাক্তার আমিনুল ইসলাম শাওন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমান,আব্দুল হাকিম প্রমুখ। অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রন্কিস মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন