হোম অন্যান্যসারাদেশ মাগুরায় যৌতুকের বলি গৃহবধূ আছমা’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মাগুরায় যৌতুকের বলি গৃহবধূ আছমা’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 114 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরায় যৌতুকের বলি গৃহবধূ আছমা খাতুনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশে করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে নিহত গৃহবধূ আছমার বাবার বাড়ি মাগুরার সদর উপজেলার নালিয়ারডাঙ্গী এলাকার শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

মানববন্ধনে দাঁড়িয়ে নিহত গৃহবধূর আছমার মা সায়রা বেগম আছমার তিন মাসের ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন। তিনি কান্না জড়িত কন্ঠে জানান, এই অবুঝ শিশুকে যারা মা হারা করেছে তাদের দ্রুত ফাঁসি কার্যকর করতে হবে। আগামীতে যৌতুকের জন্য আর যেন কোন মেয়ের মৃত্যু না হয় তার ব্যবস্থা করতে হবে। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন নিহত গৃহবধূর মামা নাজমুল হোসেন, বাবা আবদুল হালিম শেখসহ অন্যরা।

প্রসঙ্গত, দেড় বছর আগে আছমার বিয়ে হয় মাগুরার সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের নূর আলির ছেলে মহব্বত আলির সঙ্গে। গত ১৫ নভেম্বর আছমা স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যৌতুকের জন্য নির্মম নির্যাতনের কারণে আছমার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তার স্বজনরা। তাদের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে পুলিশ আছমার স্বামী-শ্বশুরকে গ্রেফতার করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন