মাগুরা অফিস:
মাগুরায় হরতাল চলাকালে শহরের ভায়না মোড় এলাকায় গতকাল রবিবার দুপুর ২টার দিকে মাগুরা থেকে ঝিনাইদহমুখী এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে হরতালকারি বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় তারা একাধিক সিএনজিতে হামলা ও ভাংচুর চালায়। এসব হামলা ও ভাংচুরের সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়। এ সময় হামলাকারিদের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার সময় হামলাকারীরা সেখানে বেশ কিছু ককটেল ও বোমা বিষ্ফোরন ঘটায়। ঘটনার কিছুক্ষণ পরে পুলিশ ও ফায়ার সার্ভিস বাসের আগুন নেভায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে এসে বিক্ষোভ মিছিল করে। তার আগে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারিরা সংখ্যায় ২০ থেকে ৩০ জন ছিল।
গোটা এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগে ঢাকার রোড বাসস্ট্যান্ড এলাকায় যশোর থেকে ফরিদপুরগামী একটি বাসে হামলা চালায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে সেখানে কেউ আহত হয় নি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহাম্মদ কলিমুল্লাহ জানান, ঘটনার সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এটি বাদে জেলার আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে হরতাল চলাকালে জেলায় দুরপাল্লার যানবাহন চলেনি। তবে আ লিক সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল। শহরে ছোট ছোট যানবহন চলেছে। অধিকাংশ দোকানপাট খোলা ছিল। বিএনপির সহিংসতার প্রতিবাদে দুপুরে জেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠন শহরের নোমানী ময়দানে শান্তি সমাভেশ করেছে। সেখানে মাগুরা-১ আসনের সংসদ্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরসহ জেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন।