মাগুরা অফিসঃ
সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সাংস্কৃতিক কর্মীরা। মাগুরার আবৃত্তি সংগঠন কন্ঠবীথি’র আয়োজনে আজ বুধবার বিকালে শহরের চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের কর্মীরা প্রতিবাদী আবৃত্তি ও গান পরিবেশনের মাধ্যমে ধর্ষকদের ফাঁসি দাবি করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কন্ঠবীথির আহবায়ক ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আহবায়ক খান মাজহারুল হক লিপু, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি শামীম আহম্মেদ খান, রকিবুল হক দীপু, শফিকুল ইসলাম শফিক, সোহেলী শাহনাজ স্বপ্না, নাজলী লাবনী প্রমুখ। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে মাগুরা থিয়েটার ইউনিট ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ মাগুরা শাখা। ঘন্টাব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, সারাদেশে ঘটে যাওয়া ঘটনা গুলোর সাথে জড়িতদের যে অপরাধীদের পরিচয় যাই থাকুক না কেন তাদেরকে গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টন্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া সকালে শহরের চৌরঙ্গীর মোড়ে সারাদেশে বিভিন্ন স্থানে অব্যহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করে স্বেচ্ছাসেবী যুব সংগঠন পরিবর্তনে আমরাই।