মাগুরা অফিস :
অংশগ্রহনমূলক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণে সরকারি সেবাসমূহের দায়বদ্ধতা প্রকল্পের জেলা লোকমোর্চার (নাগরিক কমিটি)সক্ষমতা উন্নয়ন রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড’র সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।
সকালে লোকমোর্চা মাগুরা জেলা কমিটির সভাপতি আব্দুর রঊফ মাখনের সভাপতিত্বে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান। সাধারণ সম্পাদক অলোক বোসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহসভাপতি মমতাজ বেগম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য লিপিকা দত্ত, অধ্যাপক আফজাল হোসেন, অ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলী, তারিফুজ্জামান ইসলাম মুকুল, অধ্যাপক মুসাফির নজরুল প্রমুখ। প্রশিক্ষণে ৩৪ জন্য সদস্য
