হোম অন্যান্যসারাদেশ মাগুরায় খানপাড়া ও পিটিআই পাড়ায় ২১ দিনের লক ডাউন খুলে দেয়া হলো

মাগুরায় খানপাড়া ও পিটিআই পাড়ায় ২১ দিনের লক ডাউন খুলে দেয়া হলো

কর্তৃক
০ মন্তব্য 95 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়ায় ২১ দিনের লক ডাউন শেষে আজ সকালে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তার উপস্থিতিতে খুলে দেয়া হয়েছে।

গত মাসে এ দুই পাড়ায় করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগের পরামর্শে ২১ জুন থেকে রেড জোন ঘোষণার পাশাপাশি ২১ দিনের লক ডাউন ঘোষণা করেন। গতকাল শনিবার ১১ জুলাই ২১ দিনের মেয়াদ শেষে নতুন কোন বাড়িতে সংক্রমিত না হওয়ায় আজ রবিবার সকালে লক ডাউন খুলে দেয়া হয়।

এ সয় উপস্থিত ছিলেন যশোর সেনা নিবাসের ৫৫ ব্রিগেড পদাতিকের লেফটেন্যান্ট কর্ণেল আতিফ সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, ডাক্তার আব্দুস সালাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন