হোম অন্যান্যসারাদেশ মাগুরার সিংড়ায় সরস্বতী শিকদার স্কুলের ৪তলা ভবন উদ্বোধন

মাগুরার সিংড়ায় সরস্বতী শিকদার স্কুলের ৪তলা ভবন উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 137 ভিউজ

মাগুরা অফিসঃ

মাগুরার শালিখা উপজেলার সিংড়া গ্রামের ঐতিহ্যবাহী সরস্বতী শিকদার গার্লস স্কুল ও কলেজের নবনির্মিত ৪তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে স্কুল ক্যাম্পাসে ২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মিত ভবনটির উদ্বোধন করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রাক্তন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন, শালিখা থানার ওসি তরীকুল ইসলাম, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও ধনেশ্বরগাতি ইউনিয়নের চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক আরজ আলী বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ।

উদ্বোধন অনুষ্ঠানে ড. বীরেন শিকদার এমপি বলেন,‘ পিছিয়ে পড়া সিংড়া গ্রাম বর্তমান সরকারের আমলে উন্নত সমৃদ্ধ গ্রামে পরিণত হয়েছে। এ গ্রামে সরকারি বিহারী লাল শিকদার কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি নারী শিক্ষা বিস্তারের জন্য সরস্বতী শিকদার স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেছি। এটি অত্র অঞ্চলের নারী শিক্ষা বিস্তারের অন্যতম পিঠস্থান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন