হোম খুলনাসাতক্ষীরা মাগুরার শিশু আছিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মাগুরার শিশু আছিয়া হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

মাগুরায় শিকার শিশু আছিয়াকে পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদে ও এঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগের আয়োজনে সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে, বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার দাও, ধর্ষকদের প্রকাশ্য জনসম্মুখে ফাঁসি চাই, দিতে হবে, দিতে হবে, ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি কর, করতে হবে, ধর্ষণ মামলায় জামিন বিধান বাতিল কর, করত হবে, ধর্ষণ মামলায় এক বিধান, এক শাস্তি, ধর্ষককে ফাঁসি চাই, দিতে হবে’ এসব নানা শ্লোগানের প্লাকার্ড হাতে নিয়ে ধর্ষকের বিরুদ্ধে বিভিন্ন দাবি জানান তারা ।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মহিলা বিভাগের সেক্রেটারী ও কেন্দ্রীয় শূরা সদস্য গুলশান আরা, সংগঠনটির কেন্দ্রীয় শূরা সদস্য জয়নাব পারভীন ও সহকারী সেক্রেটারী জয়নব তাহেরাসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, আছিয়া হত্যার মামলার রায় দ্রæত সময়ের মধ্যে দিতে হবে এবং আসামীদের সর্বোচ্চ শাস্তি ফঁসি দিতে হবে। একই সাথে সকল ধর্ষককে ফাঁসি দিতে হবে। ধর্মহীনতার চর্চা এবং নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী, ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু এবং ধর্মীয় মূল্যবোধে জনগণকে উজ্জীবিত করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। বিচারের দীর্ঘ সূত্রিতা পরিহার করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ধর্ষণ মামলায় কারাদন্ডের বিধান বাতিল করে শুধুমাত্র মৃত্যুদ্বন্ডের (ফাঁসি) বিধান করতে হবে। তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি করার এবং জামিন বিধান বাতিল করার যে ঘোষণা দিয়েছে আমরা এই ঘোষণার বাস্তবায়ন চাই। শিশু আছিয়াকে শুধু ধর্ষণ করা হয়নি হত্যাও করা হয়েছে। মানববন্ধনে এসময় জামায়াতের কয়েকশ নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন