হোম অন্যান্যসারাদেশ মাগুরার শালিখায় ১২৪ টি পূজা মন্দিরে সরকারি অনুদান প্রদান

মাগুরার শালিখায় ১২৪ টি পূজা মন্দিরে সরকারি অনুদান প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 160 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরার শালিখা উপজেলার ৭টি ইউনিয়নে ১২৪টি পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব সামনে রেখে সরকারি অনুদান দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পূজা মন্দির কমিটির কাছে অনুদানের নগদ অর্থ বিতরণ করেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুজ্জামামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক ও আড়পাড়া ইউপি চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সীতান্ত বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে প্রতিটি মন্দিরে ১৪ হাজার টাকা করে মোট ১৭ লাখ ৩৬ হাজার টাকা মন্দির কমিটির কাছে তুলে দেন প্রধান অতিথি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন