মাগুরা প্রতিনিধি :
মাগুরায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সিভিল সার্জন এর ড্রাইভারসহ নতুন করে ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ১১৬ জন । যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৬ জন । নতুন করোনা শনাক্ত হওয়া ১৯ জন রোগীর মধ্যে ১১ জনের বাড়ি মাগুরা সদরে, ৩ জন শ্রীপুর, ৪ জন মহম্মদপুর ও ১ জন শালিখা উপজেলার।
মাগুরা সিভিল সার্জন ডা: প্রদীপ কুমার সাহা জানান, রবিবার জেলায় নতুন ১৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। মাগুরা সদরে নতুন আক্রান্ত ১১ জনের তালিকায় পৌরএলাকার ৮ জন এর মধ্যে নিজনান্দুয়ালী, ইসলামবাগ পাড়া ,কাশিনাথপুর,সদর হাসপাতাল পাড়ার ১ জন করে এবং জেলা পাড়ার ৪ জন।এছাড়া সদর উপজেলার ৩ জনের মধ্যে মঘী ইউনিয়নের কাটাখালি ও নতুন ভাটা এবং হাজরাপুর ইউনিয়নের মিঠাপুরের বাসিন্দা রয়েছে।
মহম্মদপুর উপজেলায় ৪ জন করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে, রাজাপুর ইউনিয়নের ঝগড়দিয়া,মহম্মদপুর ইউনিয়নের জাঙ্গালিয়া, উপজেলা নির্বাচন অফিসার এবং বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া গ্রামে একজন করে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।
এদিকে শ্রীপুর উপজেলায় ৩ জন আক্রান্ত ব্যক্তির মধ্যে, সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দি ,বরইচারা ইউনিয়নের দারিয়াপুর এবং শ্রীপুর ইউনিয়নের হরিন্দি গ্রামের বাসিন্দা রয়েছে । মাগুরার শালিখা উপজেলার শতখালিতে ১ জন করোনা শনাক্ত হয়েছে আজ।
মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা সনাক্ত হয়েছে ১১৬ জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৭৫ জন, শ্রীপুরে ১৮ জন, শালিখায় ৯ জন, মহম্মদপুরে ১৪ জন। মাগুরা সদর, শ্রীপুর ও শালিখা উপজেলায় ১ জনকরে ৩ জন মারা গেছে । এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৬ জন।
আক্রান্তদের ৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৬৪ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মাগুরা পৌরসভার ৪নং ওয়াডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেড জোন হিসাবে চিহিৃত করে প্রশাসন এ দুই এলাকাকে লকডাউন ঘোষণা করে।