হোম অন্যান্যসারাদেশ মাগুরা মুক্ত দিবস পালিত

মাগুরা মুক্ত দিবস পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 102 ভিউজ

মাগুরা অফিস :

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আজ, সোমবার মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১১ টায় শহরের নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক অপর্ণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, মুক্তিযোদ্ধা বীর উত্তম জালাল উদ্দিন। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ,কৃষকলীগ, ছাত্রলীগ সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আদর্শ কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে স্থানীয় নোমানী ময়দানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে নোমানী ময়দানে মাগুরা মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা ও অষ্টক গান পরিবেশন করেন শিল্পীরা।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন