মাগুরা অফিস:
মাগুরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রেসক্লাবে সেনাবাহিনী জীবানুনাশক স্প্রে ছিটিয়ে করোনা সংক্রমণরোধে কাজ করেছে। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের চৌরঙ্গী থেকে ঢাকার রোড হয়ে ভায়নার মোড় থেকে নতুন বাজারের বিভিন্ন রাস্তায় এবং স্থানীয় প্রেসক্লাবে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়।
যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ২ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সাঈফ সাজ্জাদ খান এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ও মাগুরা পৌরসভার যৌথ উদ্যোগে এ জীবানুনাশক ও মশা নিধন স্প্রে ছিটানো হয়েছে।
মেজর সাঈফ জানান- করোনা ভাইরাস প্রতিরোধে এটি সেনাবাহিনীর নিয়মিত কর্মসুচীর একটি অংশ। আজ আমরা মাগুরা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলোতে জীবানুনাশক ও মশক নিধন স্প্রে করি।এছাড়াও মাগুরা প্রেস ক্লাবের ৪ সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রেসক্লাবেও আমার জীবানুনাশক ও মশক নিধন স্প্রে করেছি।