মাগুরা অফিস :
উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে আজ ১৬ জানুয়ারী শনিবার মাগুরার একমাত্র পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টায় ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়। তবে শীতে কারণে শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটাদের উপস্থিতি বাড়তে থাকে। এ নির্বাচনে মেয়র পদে তিনজনসহ ৯ টি ওয়ার্ডে মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন।
রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম জানান, মাগুরা পৌর সভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি ও ইসলামী আন্দোলন থেকে তিনজন। ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলন পদে ৩৬ জন ও সংরক্ষিত তিনটি ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্ধন্দিতা করছেন। মাগুরা প্রথম শ্রেণীর এ পৌরসভার মোট ভোটার ৭৬ হাজার ৮৯৩ জন। এই প্রথম ইভিএম পদ্ধতিতে ৩৫টি কেন্দ্রে ২০৮টি কক্ষে ভোট গ্রহন করা হয়।
ভোট গ্রহন সম্পন্ন করতে ৩৫ টি কেন্দ্রে ৩৫ জন প্রিজাইডিং অফিসার, ২০৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে ১৫ জন পুলিশ ও আনসার সদস্য স্থায়ীভাবে নিযোগ করা হয়। এ ছাড়া বাড়তি নিরাপত্তার জন্য ৩ প্লাটুন বিজিবি র্যাব ও পুলিশের চারটি করে টিম ভ্র্যামমান অবস্থায় ছিল। গোটা নির্বাচনী এলাকায় পুলিশের বিশেষ একটি স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করে। অন্যদিকে ৯ টি ওয়ার্ডে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৯টি ও দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটর এ নেতৃত্বে দুইটি ভ্র্যামমান আদালত দায়িত্ব পালন করে।