বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। কান চলচ্চিত্র উৎসব ঘুরে এসে এবার ‘মা’ সিনেমাটি গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মুক্তি পেয়েছে। সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন পরীমণিও। বিষয়টি পরী নিজেই জানিয়েছেন।
রোববার (১১ জুন) বিকেলে ছেলে রাজ্যের সঙ্গে সিলেটে পৌঁছেছেন এ নায়িকা। সে খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন। এ ছাড়া নির্মাতা অরণ্য আনোয়ারও এ মুহূর্তে সিলেটে অবস্থান করছেন। সন্ধ্যার শো-তে দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখবেন তারা।
এদিকে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার কর্তৃপক্ষ। সেই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন পরীমণি। সঙ্গে শুধু লেখেন, ‘আসছি…’।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সত্যি বলতে ঢাকায় ছবিটা মুক্তি দিয়ে আমি সন্তুষ্ট নই। যতটা সাড়া প্রত্যাশা করেছিলাম, সেটা পাইনি। কিন্তু সিলেটে এসে সেই আভাস পাচ্ছি। আমি প্রতিটি জেলায় ছবিটি নিয়ে যাব। প্রেক্ষাগৃহে, শিল্পকলা একাডেমি কিংবা টাউন হল–যেখানে যা পাই, সেখানেই প্রদর্শনী করব।’
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘মা’ সিনেমার গল্প। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন অরণ্য আনোয়ার। মায়ের ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমণি। এ ছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ।