হোম জাতীয় মহানন্দায় দেশের বৃহত্তম রাবার ড্যামের নির্মাণকাজ শেষ হবে জুনে

জাতীয় ডেস্ক:

২০২৪ সালের জুনের মধ্যেই শেষ হবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে দেশের বৃহত্তম রাবার ড্যাম প্রকল্পের নির্মাণকাজ। এর ফলে এই অঞ্চলের ২৪ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পাওয়া যাবে। নদীর ৫৬ কিলোমিটার এলাকায় সারাবছর পানি থাকবে।

শুক্রবার (০৩ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর এলাকায় মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মহাপরিচালক এসএম শহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, সংশোধিত নকশা ও আন্তর্জাতিক টেন্ডারে ঠিকাদার পেতে দেরি হওয়ায় প্রকল্পটি বাস্তবায়নে বিলম্ব হলেও আগামী জুনের মধ্যেই কাজ শেষ হবে।

এসময় তিনি বলেন, জমি অধিগ্রহণ বাবদ ও রাবার ড্যামের কাজের কিছুটা পরিবর্তনজনিত কারণে প্রকল্পের ব্যয় বেড়েছে। ইতোমধ্যে রাবার ড্যামের ৮০ শতাংশের বেশি কাজ সম্পন্ন হয়েছে। ২৪৬ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যামটি নির্মাণের ফলে এই অঞ্চলের ২৪ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা পাওয়া যাবে। রাবার ড্যামের ফলে নদীর ৫৬ কিলোমিটার এলাকায় সারাবছর পানি থাকবে।

পাউবোর ডিজি আরও বলেন, রাবার ড্যামের ভাটিতে যাতে পানির সংকট না হয়, তাই পাগলা নদীর মুখে আরেকটি পানি নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের বিষয়ে পরিকল্পনা নেয়া হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। এছাড়াও মহানন্দা নদীর ভাটিতে পানি ধরে রাখতে নদী খনন করা হবে।

প্রকল্প পরিদর্শন শেষে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত রাবার ড্যামের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে, যা জেলাবাসীর স্বপ্ন ছিল। প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন করে যাচ্ছেন, রাবার ড্যাম তার মধ্যে এটি সাক্ষী হয়ে থাকবে।

প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিমাঞ্চল) মোহাম্মদ আমিরুল হক ভুঁইয়া, প্রধান প্রকৌশলী (উত্তর-পশ্চিমাঞ্চল) জহিরুল ইসলাম, প্রকল্প পরিচালক ও তত্বাবধায়ক প্রকৌশলী (রাজশাহী সার্কেল) প্রবীর কুমার গোস্বামী, চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমানসহ অন্যরা।

৩৫৩ মিটার দীর্ঘ নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্প পরিদর্শন শেষে পাউবোর ডিজি ও এমপিসহ পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি দল পাকা ও নারায়ণপুর ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। ২০১১ সালের ১১ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণের প্রতিশ্রুতি দেন। এর প্রায় এক দশক পর শুরু হয় রাবার ড্যামের নির্মাণ কাজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন