হোম খুলনাসাতক্ষীরা মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির বিজয় র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির বিজয় র‍্যালি

কর্তৃক Editor
০ মন্তব্য 24 ভিউজ

স্টাফ রিপোর্টার:

মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক তারিকুল হাসান এর নেতৃত্বে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি  শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে গিয়ে শেষ হয়। র‍্যালি পরবর্তী একবারে নিতে হবে  সংক্ষিপ্ত আলোচনা সভায় সাতক্ষীরা জেলা কৃষকদলের সাবেক আহ্বায়ক মোঃ আহসানুল কাদির স্বপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক  শেখ তারিকুল হাসান‌। এসময় আরো বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট আব্দুর সাত্তার, দেবহাটা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসান হাদী, সাধারণ সম্পাদক প্রভাষক সদস্য সচিব আতাউর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন রাজু, যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য ও সাবেক সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন। সাতক্ষীরাতে স্মরণকালের আজকের এই বিশাল র‌্যালিতে বিএনপি’র সকল উপজেলাসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন