বিনোদন ডেস্ক :
ফেসবুক স্ট্যাটাসে যুবরাজ জানিয়েছেন, নিউইয়র্কে অনুষ্ঠেয় কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আদিম মুভির দুটি প্রদর্শনী হবে। এরমধ্যে একটি প্রদর্শনী আছে শহরের কুইন্স থিয়েটারে এবং অন্যটি মিউজিয়াম অব দ্য মুভিং ইমেজে।
বাংলা চলচ্চিত্র আদিম। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার ও প্রশংসা কুড়াচ্ছে। ছবিটির নির্মাতা যুবরাজ ফেসবুকে স্ট্যাটাসে আরও জানান, ২১ সেপ্টেম্বর কুইন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ ই-মেইলে তাকে আমন্ত্রণ জানিয়েছে।
উৎসবে দুটি প্রদর্শনী হবে মুভিটির। প্রথম প্রদর্শনীটি আয়োজক, জুরি, চলচ্চিত্র পরিচালক, প্রডিউসার, ডিস্ট্রিবিউটর এবং চলচ্চিত্রের অন্য কলাকুশলীদের জন্য আর দ্বিতীয় প্রদর্শনীটি সাধারণ দর্শকরা সম্মানীর বিনিময়ে দেখতে পারবেন। ১ নভেম্বর থেকে উৎসব শুরু হয়ে চলবে ৬ নভেম্বর পর্যন্ত। ভিসা পেলে নির্মাতা নিজেও উৎসবে উপস্থিত থাকবেন বলে জানান। এ বিষয়ে যুবরাজ বলেন, ‘কর্তৃপক্ষ এরই মধ্যে আমাকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছে। এখন ভিসা প্রসেসিং চলছে, সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি উৎসবে উপস্থিত থাকতে পারব।’
৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয় বাংলাদেশি সিনেমা ‘আদিম’। মস্কো জয়ের পর গেল মাসে ইতালির ২৫তম রিলিজিয়ন টুডে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দর্শকের প্রশংসা পেয়েছে ‘আদিম’। ভিসা জটিলতায় সেই উৎসবে যোগ দিতে পারেননি তিনি। তবে উৎসবে ‘আদিম’-এর প্রতিনিধিত্ব করেন সহপ্রযোজক ও নেদারল্যান্ডসের লোটাস ফিল্মের স্বত্বাধিকারী ক্লিমেনটিনে এডারভিন। বস্তির মানুষের সুখ-দুঃখ নিয়েই নির্মিত হয় আদিম চলচ্চিত্রটি।