হোম আন্তর্জাতিক মসজিদে নববীতে এক বছরে নামাজ আদায় করেছেন ২৮ কোটি মুসল্লি

মসজিদে নববীতে এক বছরে নামাজ আদায় করেছেন ২৮ কোটি মুসল্লি

কর্তৃক Editor
০ মন্তব্য 138 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের মদিনায় অবস্থিত ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববীতে ২০২৩ সালে বিশ্বের বিভিন্ন দেশের ২৮ কোটিরও বেশি মানুষ নামাজ আদায় করেছেন।

সরকারি এক পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ। খবর গালফ নিউজের।

এসপিএ বলছে, বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে মুসল্লিদের সেবা দিয়ে আসছে মসজিদে নববীর তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, মুসল্লিদের স্বাচ্ছন্দ্যে নামাজ আদায়ে সহায়তা করার জন্য তারা সর্বোচ্চ মানের পরিষেবা সরবরাহ করার চেষ্টা করেছে।

মসজিতে নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর রওজা অবস্থিত। রওজা শরিফ পরিদর্শন এবং সেখানে নামাজ আদায়ে ইচ্ছুক মুসলিমদের দেশটিতে পৌঁছানোর আগে সৌদি আরবের সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়।

মক্কায় ইসলামের পবিত্রতম স্থান মসজিদুল হারামে ওমরাহ পালনের পর অনেক মুসল্লি নামাজ আদায় এবং আল রাওদা আল শরিফা পরিদর্শন করতে মসজিদে নববীতে যান।

ছয় মাসের বেশি সময় আগে সৌদি আরবে ওমরাহ মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় এক কোটি মুসলিম ওমরাহ পালন করবেন বলে প্রত্যাশা করছে সৌদি আরব।

এদিকে, আগের সব রেকর্ড ভেঙে ২০২৩ সালে সর্বোচ্চ বিদেশি মুসল্লি ওমরাহ পালন করেছেন বলে সম্প্রতি জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ।

গত ৯ জানুয়ারি সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে যে পরিমাণ মুসল্লি ওমরাহ পালন করেছেন, সেটির তুলনায় ২০২৩ সালে ৫৮ শতাংশ বেশি মুসল্লি এই ধর্মীয় রীতি পালন করেছেন।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী বলেন, গত বছর সৌদির বাইরে থেকে মক্কায় এসে ওমরাহ করেছেন ১ কোটি ৩৫ লাখ মুসল্লি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন