হোম অন্যান্যসারাদেশ মশিয়াহাটীতে শ্যামা পূজা উপলক্ষে চারদিন ব্যাপী আনন্দ উৎসব শেষ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মশিয়াহাটীতে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে চারদিন ব্যাপী আনন্দ উৎসব ও মেলা শেষ হয়েছে। এলাকার বিভিন্ন পূজা মন্ডপে সোমবার পূজা অর্চনা দিয়ে শুরু হয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে এ উৎসব। লখাইডাঙ্গা পূজা মন্ডপে বুধবার রাতে ধর্মীয় যাত্রাপালা এবং বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু।

শ্যামাপূজা উদযাপন কমিটির সভাপতি মুকুল মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন অধিকারী ব্যাচা।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা পরিষদের সদ্য নির্বাচিত সদস্য গৌতম চক্রবর্তী, সংরক্ষিত মহিলা সদস্য তাসরিন সুলতানা শোভা, কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রনয় কান্তি চৌধুরী, অধ্যক্ষ মনিশান্ত মন্ডল, নওয়াপাড়া হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল, আওয়ামীলীগ নেতা রমেশ চন্দ্র মন্ডল, স্বপন রায়, ইউপি সদস্য হিমাদ্রী মন্ডল ও নীলিমা বিশ্বাস।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন