হোম জাতীয় মলনুপিরাভির বাজারজাতের খবরে বেড়েছে বেক্সিমকোর শেয়ার দর

জাতীয় ডেস্ক :

করোনার মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির দেশে বাজারজাত করার সংবাদ প্রকাশের পর পরই পুঁজিবাজারে বাড়তে শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দর।

বুধবার (১০ নভেম্বর) চলতি সপ্তাহের ৪র্থ কার্যদিবসে লেনদেনের শুরু থেকেই বেক্সিমকোর শেয়ারের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। বেলা ১২টা পর্যন্ত কোম্পানিটির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৩০ টাকা বা ২ দশমিক ৮২ শতাংশ। লেনদেন হয়েছে ২২৯ দশমিক ৭০ টাকার।

বেলা ১২টা নাগাদ কোম্পানিটির ৫ লাখ ৬১ হাজার ৫৮২টি শেয়ারের লেনদেন হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) কার্যদিবসের লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর ২২৩ দশমিক ৪০ টাকায় অবস্থান করছিল।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) করোনায় মুখে খাওয়া যায় ওষুধ মলনুপিরাভির ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্য। এ ঘোষণার পরপরই এসকেএফ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ কয়েকটি প্রতিষ্ঠান এ ওষুধ বাংলাদেশে বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে। পরবর্তীতে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর এসকেএফ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে মলনুপিরাভির ওষুধটি জরুরি ভিত্তিতে বাজারজাতের অনুমোদন দিয়েছে।

যার প্রভাব দেখা দিয়েছে কোম্পানিটির শেয়ারের দরে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন