জাতীয় ডেস্ক :
ময়মনসিংহ নগরীর তীব্র যানজট নিরসনে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ দোকান ও বসতঘর উচ্ছেদ করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নগরীর পাটগুদামের ব্রিজ মোড় এলাকায় এ উচ্ছেদ অভিযান চালায় সিটি করপোরেশন ও জেলা পুলিশ।
এদিকে নোটিশ দিয়ে উচ্ছেদ অভিযান চালানো হলেও পুনর্বাসন না করে অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আকন্দ সময় সংবাদকে জানান, ময়মনসিংহে সবচেয়ে যানজটপ্রবণ এলাকা ব্রিজ মোড়। রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই উচ্ছেদ অভিযান চালায় সিটি করপোরেশন ও জেলা পুলিশ। পরিকল্পনা অনুযায়ী যানজট নিরসনে রাস্তা দখল করে গড়ে ওঠা সিএনজি স্ট্যান্ড সরিয়ে নেয়া হবে সড়কের পাশের খোলা স্থানে।
নগরীর পাটগুদাম এলাকা দিয়ে ব্রহ্মপুত্র সেতু পার হয়ে প্রতিদিন চার জেলার কয়েক হাজার যানবাহন চলাচল করে। এতে প্রায়ই দীর্ঘ যানজটের সমস্যায় পড়তে হয় নগরবাসীকে। জেলা পুলিশের দাবি, রাস্তার ওপর গড়ে ওঠা সিএনজি স্ট্যান্ড স্থানান্তর করা হলে অনেকাংশেই কমে যাবে নগরীর যানজট।