হোম অন্যান্যসারাদেশ মমতাজের ৬ দিনের রিমান্ড, আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ

মমতাজের ৬ দিনের রিমান্ড, আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

অনলাইন ডেস্ক:
মানিকগঞ্জের সিংগাইর থানায় হত্যা মামলা এবং হরিরামপুর থানায় হামলা ও ভাঙচুর মামলায় শুনানির জন্য মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এসময় পৃথক দুটি মামলায় পুলিশ ১২ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত দুটি মামলায় ৬ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। এদিকে আদালত থেকে মমতাজকে প্রিজনভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা মমতাজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এসময় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এমন চিত্র দেখা গেছে। পরে প্রিজনভ্যানে করে মমতাজকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে। এর আগে আজকে সকাল সাড়ে ৮টার দিকে গাজিপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে প্রিজনভ্যানে পুলিশ মানিকগঞ্জের আদালতে নিয়ে আসে।

জানা যায়, আজ বেলা ১১টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে হরিরামপুরে থানায় ভাঙচুর ও মারামারি মামলায় ৫ দিনের রিমান্ড শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মুঞ্জুর করেন এবং বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূরের আদালতে সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

আসামি মমতাজ বেগমকে আদালতে উঠানোর সময় বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা তার শাস্তি দাবীতে বিক্ষোভ করেন। পুলিশের কঠোর নিরাপত্তা মধ্যে রিমান্ড শুনানি শেষে পিজনভ্যানে তোলার সময় মমতাজ বেগমের ওপর বিএনপির নেতাকর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করে।

কোর্ট ইন্সপেক্টর (ওসি) আবুল খায়ের বলেন, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চার জন নিহতের ঘটনায় ২০২৪ সালের ২৫ অক্টোরব নিহতের স্বজন মো. মজনু মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। অপর দিকে হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। ২০২৪ সালে ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ওসি আরও জানান, আজ বৃহস্পতিবার পৃথক দুটি আদালতে রিমান্ড শুনানি হয়। এতে একটি আদালতে দুই দিন ও অন্য আদালতে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। আসামিকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন