হোম অন্যান্যসারাদেশ মনোহরপুর বাজারে ফার্নিচার দোকান পুড়ে ভস্মীভূত

মণিরামপুর ( যশোর) প্রতিনিধি :

মণিরামপুর উপজেলার মনোহরপুর বাজারে ফার্নিচার দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার ভোর ৪ টায় স্থানীয় মোঃ দেলোয়ার বিশ্বাসের দোকানে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফার্নিচার মালিক দেলোয়ার বিশ্বাস জানান, দোকানে ফার্নিচার তৈরীর দামী ৬টি যন্ত্র, ৩টি পালঙ্ক, ৩টি সোকেজ সহ অনেকগুলো খাটিয়া পুড়ে ছাই হয়ে গেছে। ২টি বৈদুতিক মিটারের সাথে দোকানে রাখা কাঠের সব তক্তাও পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এছাড়া দোকানের পাশের কালাম গাজীর বসত বাড়ীরও কিছু অংশ পুড়েছে। ওই বাড়িতে ভাড়ায় থাকা জাহিদুলের আইপিএস ম্যাশিনেরও ড়্গতি হয়েছে। বৈদুতিক শর্টসার্কিটের কারণে ওই দূর্ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন