হোম রাজনীতি মনোনয়ন বৈধ, ভোটে লড়বেন স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন

রাজনীতি ডেস্ক:

নীলফামারী- ২ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীনের মনোনয়নপত্র আপিল শুনানিতে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন বলেন, আপিলে মনোনয়নপত্র বৈধ বলে প্রার্থিতা ফিরে পেয়েছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়লাভ করব। জনগণ আমার পাশে রয়েছে।

গত ৩ ডিসেম্বর নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ১ শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষর জটিলতার কারণ দেখিয়ে জয়নাল আবেদীনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। পরে নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জাতীয় পার্টির প্রার্থী শাহজাহান চৌধুরী, জাকের পার্টির আবু সাঈদ ও বাংলাদেশে কংগ্রেসের মোরসালীন ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল।

প্রসঙ্গত, ১৯৯২ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে পেয়েছিলেন নৌকা প্রতিকের মনোনয়ন। ৪৪৩ ভোটে হেরে যান তিনি। ২০০১ এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ ছেড়ে জাতীয় পাটিতে যোগ দেন।পরে জাতীয় পার্টি থেকেও পদত্যাগ করেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ১৯৮৬ সাল ও ২০০৯ সালে দুই বার নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর পর ২০১৬ সালে সতন্ত্র প্রার্থী হিসাবে নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে তাকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করে সরকার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন