মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের লখাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির প্রথম মিটিং ও পরিচিতি সভা অনুষ্ঠিত। রবিবার দুপুর ১২ টায় স্কুলের হল রুমে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসিত কুমার মন্ডল, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জি এম ইকবাল হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ রমজান আলী এবং বিদ্যালয়ের সকল শিক্ষকদের উপস্থিতিতে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হক লিটন, মশিয়াহাটী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মনিশান্ত মন্ডল, বিদ্যালয় প্রতিষ্ঠাতা স্বপন রায়, দাতা সদস্য প্রহলাদ রায়, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, নেহালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ বজলুর রহমান, সাধারণ সম্পাদক জি এম খলিলুর রহমান, দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা নাজমুল হুদা সহ প্রমুখ।