হোম খুলনাযশোর মনিরামপুরের নেহালপুর ভূমি অফিসের তহশীলদারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রতিবেদন দাখিলের অভিযোগ

মনিরামপুরের নেহালপুর ভূমি অফিসের তহশীলদারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে প্রতিবেদন দাখিলের অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

মনিরামপুর  প্রতিনিধি:

মনিরামপুরের নেহালপুর ভ‚মি অফিসের তহশীলদারের বিরুদ্ধে সরজমিন তদন্ত ছাড়াই অর্থের বিনিময়ে প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে। গত ৩ ডিসেম্বর নেহালপুর ইউনিয়নের নুর গাজীর ছেলে মোঃ মঈনুল ইসলাম মনিরামপুর সহকারী কমিশনার (ভ‚মি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার ২৪৪ নং বালিদহ মৌজায় অবস্থিত আর.এস ৩৮৪ নং খতিয়ানের আর.এস ১৫১২ নং দাগের ৩২ শতকের মধ্যে নালিশী ০৫ শতক জমিতে অভিযোগকারী মঈনুল পৈতৃক সূত্রে বসবাস করে আসছে। কিন্তু তার ভাই কামরুজ্জামানের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে নিস্পত্তির লক্ষে তিনি যশোর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালতে ১৪৪ ধারায় মামলা করেন। এর প্রেক্ষিতে আদালত পি-১২১৯/২৩ নং কেসের সরজমিন প্রতিবেদন দাখিলের জন্য তৎকালীন মনিরামপুর সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আলী হাসানকে নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক সহকারী কমিশনার নেহালপুর ভ‚মি অফিসের তহশীলদার বিষ্ণুপদ মল্লিককে তদন্তের দায়িত্ব দেন। কিন্তু তহশীলদার বিষ্ণুপদ মল্লিক অভিযোগকারী মঈনুলকে কিছুই না জানিয়ে এবং সরজমিন তদন্ত না করে মোটা অংকের ঘুষ নিয়ে একতরফা ভাবে কামরুজ্জামানের পক্ষে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সোমবার ঘটনার ব্যাপারে নেহালপুর ভ‚মি অফিসের তহশীলদার বিষ্ণুপদ মল্লিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, সঠিকভাবে তদন্ত করেই প্রতিবেদন দাখিল করা হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। তিনি বর্তমানে দায়িত্বরত সহকারী কমিশনার (ভ‚মি) কর্মকর্তাকে এ ব্যাপারে অবহিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন