হোম খুলনাযশোর মনিরামপুরের কুলটিয়ায় শেষ হলো ৪৮ তম চড়কপূজা ও বৈশাখী মেলা

মনিরামপুরের কুলটিয়ায় শেষ হলো ৪৮ তম চড়কপূজা ও বৈশাখী মেলা

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের মনিরামপুরের কুলটিয়ায় ৪৮তম চড়কপূজা ও বর্ষবরণ উপলক্ষে আয়োজন করা হয় বৈশাখী মেলার। উপজেলার কুলটিয়া হেলারঘাট মহাশ্মশানে আয়োজিত সপ্তাহব্যাপী এ মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার রাতে শেষ হয়েছে।

এ উপলক্ষ্যে শুরু হয় হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী চড়কপূজার। ৫ দিন ব্যাপী চলে পূজার বিভিন্ন ক্রিয়াদি ও ধর্মীয় সংগীতানুষ্ঠান। এদিকে ১৪ ও ১৫ এপ্রিল একই স্থানে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব। উৎসবে আয়োজন করা হয় ধর্মীয় যাত্রাপালা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। চড়কপূজা উদযাপন কমিটির সভাপতি তরুণ কান্তি শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের ১ম দিনের প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব অ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন এবং ২য় দিনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদার। বিশেষ অতিথি ছিলেন কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, পাবনা মানসিক হাসপাতালের অবসরপ্রাপ্ত পরিচালক ডাঃ তন্ময় প্রকাশ বিশ্বাস, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিঠুন মল্লিক, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, পৌর বিএনপি’র সহ-সভাপতি ফারুক হোসেন, সম্মানিত সদস্য হরিচাঁদ মল্লিক, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক মিজানুর রহমান, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন