মনিরামপুর প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার দুর্ব্বাডাঙ্গা ইউনিয়নের কাজিয়াড়া মোড় থেকে ৪০ পিস ইয়াবা সহ তরিকুল ইসলাম (৪০) নামে এক মাদককারবারীকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। আটক তরিকুল ইসলাম যশোর উপশহরের বিরামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেহালপুর ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম ও সঙ্গীয় অফিসার এ এস আই শাহাজাহান হোসেন আটক ব্যক্তির শরীর তল্লাশী করে ইয়াবা উদ্ধার করেন । এবিষয়য়ে নেহালপুর ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবারে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।