হোম খুলনাযশোর মনিরামপুরে হাজারো মোটরসাইকেল বহর নিয়ে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি আসাদুজ্জামান মিন্টুর প্রচারণা

মনিরামপুরে হাজারো মোটরসাইকেল বহর নিয়ে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি আসাদুজ্জামান মিন্টুর প্রচারণা

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
হাজারো কর্মী-সমর্থকদের মোটরসাইকেল বহর নিয়ে দিনভর উপজেলার প্রধান প্রধান হাট-বাজারের উপর দিয়ে বিশাল শোডাউন দিলেন আসাদুজ্জামান মিন্টু। এক হাতে জাতীয় পতাকা আরেক হাত নাড়িয়ে রাস্তার দু’ধারে দাড়িয়ে থাকা উৎসুক জনতাকে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে। তিনি যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং যশোর-৫ (মনিরামপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি। এ সময় তার বহনকারি জীপ গাড়ীর সামনে-পিছনে হাজারো মোটরসাইকেল ও ট্রাক ভর্তি নেতা-কর্মীদের ধানের শীষের পক্ষে শ্লোগান দিতে শোনা যায়। রবিবার দুপুর ১ টার দিকে মনিরামপুর পৌরশহরের দক্ষিণ মাথা থেকে বের হওয়া এই মোটরসাইকেল বহর পৌরশহর দিয়ে যাওয়ার সময় নেতা-কর্মীদের মুর্হমুহু শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক জানান, বহরটি পৌরশহরের প্রধান সড়ক দিয়ে উপজেলার রোহিতা, রাজগঞ্জ, চালুয়াহাটি, শ্যামকুড়, খানপুর, কালিবাড়ি, মশিয়াহাটি এলাকায় ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতেই এই প্রচারণা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন