মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছঅসেবক দলের যৌথ উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার মনিরামপুর উপজেলার শিক্ষক মিলনায়তন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলঅ যুবদলের আহবায়ক মোতাহারুল রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল এবং বিশেষ বক্তা ছিলেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওমর ফারুক তারেক ও মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইসলামের যুগ্ম মহাসচিব ও ধানের শীষের প্রার্থী মুফতি রশীদ বিন ওয়াক্কাস। সমন্বয় সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়।
