হোম খুলনাযশোর মনিরামপুরে মৎস্য ঘেরের ম্যানেজারকে বিষাক্ত মদ খাইয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা

মনিরামপুরে মৎস্য ঘেরের ম্যানেজারকে বিষাক্ত মদ খাইয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 195 ভিউজ

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর):

যশোরের মনিরামপুরে এক মৎস্য ঘেরের ম্যানেজারকে বিষাক্ত মদ পান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম প্রতাপ বিশ্বাস । সে উপজেলার কুলটিয়া গ্রামের বাসিন্দা ছিল। গত ৫ জানুয়ারী শুক্রবার রাতে উপজেলার কুলটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় নিহত প্রতাপ বিশ্বাসের স্ত্রী সুবর্ণা বিশ্বাস বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (মনিরামপুর) আদালত, যশোর-এ মামলা করেছেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার কুলটিয়া গ্রামের নারায়ন রায়ের পুত্র গণপতি রায়ের কোল আবাদ মৎস্য ঘেরের ম্যনেজার হিসেবে দীর্ঘদিন যাবত দায়িত্ব পালন করে আসছিল নিহত প্রতাপ বিশ্বাস। ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করায় বিভিন্ন সময়ে মৎস্য ঘেরের মালিক গণপতি রায়-প্রতাপ বিশ্বাসের কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকা ধার হিসেবে গ্রহণ করে।

সম্প্রতি প্রতাপ বিশ্বাসের টাকার প্রয়োজন দেখা দিলে তিনি গণপতি রায়ের কাছে ধারের টাকা পরিশোধের জন্য তাগাদা দিতে থাকে। কিন্তু সুচতুর গণপতি রায় টাকা না দিয়ে বিভিন্ন টালবাহানা করতে থাকে। প্রতাপের চাপাচাপিতে গত ৫ জানুয়ারী রাতে গণপতি তাকে টাকা নেবার জন্য তার বাড়ীতে আসতে বলে। সরল বিশ্বাসে প্রতাপ সেখানে গেলে তাকে বিভিন্ন অজুহাতে গণপতি ও তার স্ত্রী রীতা রায় যোগসাজগে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে প্রতাপকে অতিরিক্ত পরিমাণ ভারতীয় বিষক্ত মদ সেবন করিয়ে অসুস্থ্য করে ফেলে। এতে তার মৃত্যু হয়। মৃত স্বামীর সৎকার ও সৎকার পরবর্তী ধর্মীয় আনুষ্ঠানাদি সম্পাদনা শেষে মনিরামপুর থানায় অভিযোগ করেও প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ায় অবশেষে ঘের মালিক গণপতি রায় (৪২) ও তার স্ত্রী রীতা রায় (৩০) কে আসামী করে নিহতের বিধবা স্ত্রী সুবর্ণা বিশ্বাস বাদী হয়ে গত ৬ ফেব্রুয়ারী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (মনিরামপুর) আদালত, যশোর-এ মামলা করেন।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ১০ কর্ম দিবস অর্থাৎ আগামী ২০/০২/২০২৪ ইং তারিখের মধ্যে এ সম্পর্কে থানায় কোন মামলা হয়েছে কি-না আদালতকে তা জানানোর জন্য নির্দেশ প্রদান করেছেন। যার সিআর মামলা নং-সিআর-১১৭/২৪। এ বিষয়ে জানতে চাইলে মামলার ১নং আসামী গণপতি রায় বলেন, ‘আমরা কয়েকজন মিলে ঘেরে মাছ চাষ করি। সেখানে প্রতাপ বিশ্বাস ম্যানেজার হিসেবে কাজ করতো। তার সাথে আমার ভাল সম্পর্ক ছিল। সে নিয়মিত মদ্যপান করতো। আর তার সাথে আমার আদৌও কোন অর্থ কড়ির লেনদেন ছিল না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন