মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
যশোর-৫ (মনিরামপুরে-৮৯) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব এ্যাড. শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেনের মনোনয়ন পরিবর্তন করে জোটের প্রার্থী হিসেবে মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এ বিক্ষোভ করেন শহীদ ইকবালের হাজার হাজার সমর্থকরা। বুধবার বিকাল ৫ টার দিকে মনিরামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি মনিরামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “অবৈধ মনোনয়ন মানি না, মানবো না” এমন বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা জানান, মনোনয়ন পরিবর্তনের সিদ্ধান্তে তারা হতাশ ও ক্ষুব্ধ। তারা দাবি করেন, ত্যাগী ও জনপ্রিয় নেতার প্রতি অবিচার করা হয়েছে। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দেওয়ার ইঙ্গিতও দেন তারা।
