মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
মনিরামপুরের নেহালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের মৃত মনিরুদ্দিন ফকিরের ছেলে পবন ফকির (৭৫) বুধবার সকালে একই গ্রামের মফিজুর গাজীর পোল্ট্রি খামারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফেলে রাখা বৈদ্যুতিক তারে ওই র্দূঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, মফিজুর শেয়াল মারার উদ্দেশ্যে তার পোল্ট্রি খামারের চারপাশে গুনোতারে বিদ্যুতের সংযোগ দিয়ে রাখার কারনেই পবন ফকিরের মৃত্যু হয়েছে। নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আঃ হান্নান জানান, পারিবারিক কোন অভিযোগ না থাকায় এবং ইউপি চেয়ারম্যানের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।