হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে বিদ্যুৎষ্পৃষ্টে শিক্ষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর):

যশোরের মনিরামপুরে বিদ্যুৎষ্পৃষ্টে রফিকুল ইসলাম নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ আগস্ট) বিকেল বাড়িরপাশে ধান ক্ষেতে স্যালোমেশিন বন্ধ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে তিনি নিহত হন। রফিকুল ইসলাম পৌরশহরের স্বরুপদাহ এলাকার আবদুল মালেকের ছেলে। শিক্ষক রফিকুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় মাদ্রাসা শিক্ষক শামছুজ্জামান ও এলাকাবাসী জানায়, পৌরশহরের একাউন্টিং কোচিং সেন্টারের শিক্ষক রফিকুল ইসলাম(৩৫) গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশে ধানক্ষেতে বিদ্যুৎচালিত স্যালো মেশিন বন্ধ করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি আহত হন। স্থানীয়রা রফিকুলকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। একমাত্র কণ্যা সন্তান দ্বিতীয় শ্রেনির ছাত্রী রাইসা খাতুন পিতার অকাল মৃত্যুতে শোকে মুহ্যমান। পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শনিবার রাতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন