হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে বন্ধুর জন্মদিনে এলকোহল পানে দুই ছাত্রের মৃত্যু

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :

গত শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় কেশবপুরে কৃষ্ণপদ সরকারের জন্মদিনের উৎসব করতে তার বাড়িতে যায় দুই বন্ধু রনি বিশ্বাস ও ইন্দ্রোজিৎ বাইন। উৎসব উপভোগ করতে তিন বন্ধু মিলে এলকোহল পান করে। এরপর গুরুত্বর অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে রনি বিশ্বাস ও ইন্দ্রোজিৎ বাইনের। আর যশোর জেনারেল হাসপাতালে গুরুত্বর অসুস্থ অবস্থায় চিকিৎসা নিচ্ছে কৃষ্ণপদ সরকার। নিহত দুই বন্ধুর মধ্যে রনি বিশ্বাস মনিরামপুর উপজেলার সুজাতপুর গ্রামের মিহির বিশ্বাসের এবং ইন্দ্রোজিৎ বাইন কেশবপুরের কালিচরণপুর গ্রামের রণজিৎ বাইনের ছেলে। অসুস্থ কৃষ্ণপদ সরকার ওই গ্রামের প্রতাপ সরকার পাঁচুর ছেলে। তিন বন্ধুর বয়স সতেরোর কোটায়। রনি বিশ্বাস খুলনার একটি পলিটেকনিক কলেজের এবং ইন্দ্রোজিৎ ও কৃষ্ণপদ সরকার মনিরামপুরের মনোহরপুর কারিগরি কলেজের ছাত্র।

মনিরামপুরের নেহালপুর ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুজ্জামান ও কেশবপুর থানা পুলিশ জানায়, গত শনিবার (২৯ অক্টোবর) রাতে কৃষ্ণের জন্মদিন উৎসব করতে কেশবপুরের কালিচরণপুরে তার বাড়িতে যায় রনি ও ইন্দ্রোজিৎ । উৎসবের এক পর্যায়ে কালিচরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসে তিন বন্ধু এলকোহল পান করে। এরপর মনিরামপুরের সুজাতপুরে বাড়ি ফিরে অসুস্থ হলে রনি বিশ্বাসকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্বজনরা। পরে তাঁকে খুলনার গাজী মেডিকেলে রেফার করা হলে সোমবার দুপুরে সেখানে মারা যায় রনি।

এদিকে সোমবার সন্ধ্যা হয়ে গেলেও কালিচরণপুরের ইন্দ্রোজিৎ বাইন ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন ডাকতে গেলে তাকে মৃত অবস্থায় পান। এরপর কেশবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন পরিষদের কালিচরণপুর গ্রামের ইউপি সদস্য অসিম বিশ্বাস বলেন, এ ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) গোড়াচাঁদ দাস বলেন, বন্ধুর জন্মদিন অনুষ্ঠানে মদপান (এলকোহল) করে তাদের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮.০০ টার দিকে কৃষ্ণের অবস্থা আশংঙ্খা জনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অপরদিকে আজ (মঙ্গলবার) সকালে ইন্দ্রোজিৎ বাইনের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন