হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে পাঠ্যপুস্তক বিতরণ

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :

সারাদেশের ন্যায় যশোরের মনিরামপুরে রোববার সকালে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। এদিন সকাল ১১টায় মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কবীর হোসেন পলাশ।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রনয় কুমারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা বিকাশ কুমার সরকার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহিতোষ কুমার, সহকারী শিক্ষক কার্তিক হালদার প্রমূখ। মনিরামপুর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সরকার জানান, অত্র উপজেলার ১১৮ টি মাধ্যমিক ও কারিগরি, ৬৯ টি মাদ্রাসা এবং ৩৫টি এবতেদায়ী শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথম দিনই বই বিতরণ করা হয়েছে। তবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা এদিন বই পায়নি খুব শিঘ্রই তারাও বই হাতে পাবে।

অনুরূপ উপজেলার মনিরামপুর সরকারী বালিকা বিদ্যালয়, মনিরামপুর সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, গবীরপুর চাঁদপুর দাখিল মাদ্রাসা, চাঁদপুর-মাঝিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর ফাজিল মাদ্রসা, গোপীকান্তপুর মাধ্যমিক বিদ্যালয়, গালদা-খড়িঞ্চী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসা,দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় সহ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমকি শিক্ষা প্রতিষ্ঠানে একই একযোগে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়

সম্পর্কিত পোস্ট

মতামত দিন