হোম অন্যান্যসারাদেশ মনিরামপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপ্তি ও বিজ্ঞান মেলার উদ্বোধন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

মনিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ২ দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা সংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতনের মধ্য দিয়ে সমাপ্তি ও ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সংগ্রহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়ড মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপ্তিপূর্বক মেলায় অংশ গ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিদের মাঝে পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। পরে প্রধান অতিথি বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সংগ্রহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়ড মেলা-২০২২ এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এসব অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন পলাশ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলী হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকোনুজ্জামানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, সিনিয়র মৎস কর্মকর্তা আবুল হোসেন, প্রতিমন্ত্রীর এপিএস কবির খান, পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, বিভিন্ন দফতরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে মেলায় সরকারি-বেসরকারী বিভিন্ন দফতরসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্টলে নতুন নতুন উদ্ভাবনী গুলো প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ পরিদর্শন করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন